
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শুক্রবার বিকেলে আ.লীগের শান্তি সমাবেশ, বিএনপিসহ অন্যান্য দলের পতাকা মিছিল করেছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে।
অন্যদিকে বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল করে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে দুপুর ৪টায় শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেট পর্যন্ত কালো পতাকা মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। এতে অংশ নেন ছয়দলীয় জোটের শীর্ষ নেতারা। বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলো ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ পতাকা মিছিল করে।