Home প্রধান খবর রাঙ্গার পর এবার মৃধাকে জাপা থেকে অব্যাহতি

রাঙ্গার পর এবার মৃধাকে জাপা থেকে অব্যাহতি

23
0
SHARE

সময়ের চিত্র ডেস্ক:

মসিউর রহমান রাঙ্গার পর এবার জাতীয় পার্টির সব পদ থেকে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে। কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হলো সে বিষয়ে কিছু জানাননি মাহমুদ আলম।

জানা গেছে, জিয়াউল হক মৃধা রওশন এরশাদপন্থি হিসেবে দলে পরিচিত। সম্প্রতি রওশনের ডাকা কাউন্সিলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন জিয়াউল হক মৃধা। তিনি চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এ কারণে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়।

image_print