
স্টাফ রিপোর্টার: ৩১ আগস্ট বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁও এ রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা’র নব নির্মিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান ডা এইচ বি এম ইকবাল। এ সময় তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষা সহায়ক পরিবেশ তৈরিতে সম্ভাব্য সব রকম আয়োজন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে। আমরা চেষ্টা করছি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট শিক্ষার্থী তথা স্মার্ট সিটিজেন গড়ে তোলার জন্য। মানবিক এবং বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার জন্য আমি সম্ভবপর সব রকমের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি। তিনি আরো বলেন, দেশকে উন্নত করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হতে হবে। এজন্য প্রয়োজন প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক তৈরি করা। কারিগরি দক্ষতায় উন্নত শিক্ষার্থী তৈরি করা। সেই লক্ষ্যে সুবৃহৎ পরিসরে কিশোরগঞ্জের ভৈরবে ‘শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপন করেছি। সেখানে বিশ্বমানের শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে। ঢাকায় তেজগাঁয়ে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছি। ক্যাম্পাসটি দক্ষিণ পাশে পাশে ৩০ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা কাজ করে যাচ্ছে। এ সময় তার সঙ্গে বোর্ড অফ ট্রাস্টিজের মেম্বার জামাল জিয়া আহমেদ, শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ডক্টর পিসি সরকার, কবির আহমেদ, গোলাম মোস্তফা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য ডঃ পিসি সরকার বলেন, বিজ্ঞানমনস্ক জাতি তৈরিতে শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। বেসরকারি পর্যায়ে ডঃ এইচবিএম ইকবাল এর মতো দানবীরেরা এগিয়ে আসলে দেশের শিক্ষা ব্যবস্থার চিত্র পাল্টে যাবে। আমরা একদল প্রশিক্ষিত জনবল নিয়ে ডাক্তার এইচ বি এম ইকবাল মহোদয়ের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন ঢাকার প্রাণকেন্দ্রে এত বড় একটি পরিসরে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা স্থায়ী ক্যাম্পাস এত অল্প সময়ে গড়ে তোলে আমাদেরকে চমকিত করেছেন। এটা রীতিমতো অবিশ্বাস্য হলেও সত্যে পরিণত হয়েছে। আমরা সবাই খুশি এবং আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বোর্ড অফ ট্রাস্টি যে চেয়ারম্যান ডাক্তার এইচবিএম ইকবাল কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।