
ক্রীড়া প্রতিবেদক: পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে শীর্ষে থাকায় ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পায় মাশরাফী বিন মোর্ত্তজার দল। সেই সুযোগটাই কাজে লাগাল সিলেট। রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে বিপিএলের নবম আসরের ফাইনাল নিশ্চিত করল ফ্রাঞ্চাইজটি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট। ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে পারে রংপুর। তাতে ১৯ রানের জয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত হয় সিলেট স্ট্রাইকার্সের।