যৌথ বাহিনীর অভিযানে গাজীপুরে ২৩ শ্রমিক আটক

এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো ও লোডিং গ্রুপের শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ও সড়ক অবরোধ চলাকালীন বিভিন্ন কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে আটক করার পর আজ মঙ্গলবার সকালে তাঁদের মহানগরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক কারখানার শ্রমিকেরা। তারা প্রতিদিন কারখানা খোলার সময় সড়ক অবরোধ করে এবং রাতেও অবরোধ ডাকে। তা ছাড়া একই এলাকার ডোরির গ্রুপের তিনটি কারখানা গত সোমবার সকালে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ কারণে ওই কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে। সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার দুই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জেরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের ঘটনার ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকেরা একটি পোশাক কারখানায় আগুন দেয়। দিনভর আন্দোলন শেষে গতকাল রাত ১১টার দিকে শ্রমিকেরা চন্দ্র নবীনগর সড়কের অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর অভিযানে নামে যৌথ বাহিনী। রাতভর অভিযান চালিয়ে মহানগরীর কাশিমপুর থানা এলাকা থেকে ২৩ জনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ, উত্তর) মো. আকবর আলী খান বলেন, আটক ব্যক্তিদের কোনো নিরপরাধ ব্যক্তি আছে কিনা তা যাচাই করা হচ্ছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর