
এম আর মমিন:
অবরোধের প্রথম দিনে ভোলার চরফ্যাসন উপজেলার বুড়ো গৌরাঙ্গ নদীর বিভিন্ন এলাকায় বুধবার (১ মার্চ ) সকাল ১০ টা থেকে ৪ টা।বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে যাত্রীবাহী ট্রলার থেকে ১৬০ কেজি জাটকা আটক করেছে কোষ্টগার্ড চরমানিকা আউটপোষ্ট কন্টিনজেন্ট।

এ সময় আটকে থাকা ১৬০ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে স্থানীয় ৩টি এতিমখানায়।গরীব দুঃখীদের মাঝে দেয়া হয়।
বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল মালেক জানান, বুড়ো গৌরঙ্গ নদীর নজরুল নগর ইউনিয়নের উপাসখালী নামক এলাকায় অভিযান পরিচালনাকালীন নদীতে
সকালে উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এমদাদ হোসেন পরে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের নির্মাণাধীন অফিসের সামনে জাটকা গুলো এতিমখানা ও বিভিন্ন অসহায় মানুষের মাজে বিলি করে দেয়া হয়।
বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেন।