মৌলভীবাজারে গুলি করে ইউপি চেয়ারম্যানকে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা মারা গেছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। তাদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। চেয়ারম্যান ছানা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ।

এলাকাবাসী জানান, আজ (শুক্রবার) সকাল ১১টার দিকে একই এলাকার কিছু দুর্বৃত্ত স্থানীয় বাজারে হামলা করে দোকানপাট লুটের চেষ্টা করে। এ সময় চেয়ারম্যান ছানা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বাধা দিলে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে গুলিবিদ্ধ হয়ে চেয়ারম্যান ছানা আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর