Home ছবির গ্যালারী মোশাররফ-পরীমনির ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ২১ জানুয়ারি

মোশাররফ-পরীমনির ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ২১ জানুয়ারি

37
0
SHARE

বিনোদন প্রতিবেদক ।।

খ্যাতিমান অভিনেত মোশাররফ করিম, পরীমনি ও জিয়াউল রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে গতকালই। আগামী বছরের ২১ জানুয়ারি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

সরকারি অনুদানের এই সিনেমা নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ। তার লেখা উপন্যাস ‘পেজ নম্বর ফোরটি ফোর’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।

নির্মাতা ইফতেখার শুভ বলেন, এটি আমার প্রথম সিনেমা। এই মাসেই ছবির আরেকটি পোস্টার প্রকাশ করা হবে। ১ জানুয়ারি প্রকাশ পাবে ছবির ট্রেলার। সবকিছু ঠিক থাকলে হয়তো ২০২২ সালের প্রথম সিনেমা হতে যাচ্ছে এটি।

সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করছেন ইব্রাহিম খালেদি চরিত্রে। ‘মুখোশ’ সিনেমার মূল রহস্য তাঁকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

‘মুখোশ’ সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ জাকের, ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ অনেকে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি।

image_print