সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুল্লাহ (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার ৯ অক্টোবর রাতে চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়কে কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশন এর সামনের মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ চরফ্যাশন পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মুজাম্মেল হকের ছেলে। তিনি এওয়াজপুর ইউনিয়নের নাসির চেয়ারম্যান বাড়ির দরজার শামসুল উলুম নূরানী ও হাফিজি মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুল্লাহ পৌরসভার ২নম্বর ওয়ার্ড তার বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় আসার সময় কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশনের সামনে আসলে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আরো একটি অটো রিকশা আসলে অসাবধানতাবসত বেপরোয়া গতির মোটরসাইকেলটি দাড়িয়ে থাকা ট্রাকটিকে সজোড়ে ধাক্কা দেয়। এসময় চালক হাবিবুল্লাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এবিষয়ে শশীভূষণ থানার নবাগত অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।