মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে  ওয়েস্টার্ন ক্লাব ইয়াং স্টার ক্লাব কে হারিয়ে বিজয়ী

মোঃ রায়হান শরীফ; বোরহানউদ্দিন :

ভোলা বোরহানউদ্দিন উপজেলায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই সোমবার দুপুরে বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ওয়েস্টার্ন ক্লাব ইয়াং স্টার ক্লাব কে হারিয়ে বিজয়ী হন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলা উপভোগ এবং খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি মুকুল বলেন, শেখ হাসিনার সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। আ’লীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। আর বিএনপি জোট দেশকে লুটপাট করে। তিনি আরও বলেন, মাদক সহ বিভিন্ন অপরাধ হতে দূরে রাখতে হলে যুব সমাজ কে খেলাধূলায় মনোনিবেশ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আহসান, জেলা আওয়ামীলীগের সদস্য জাফরুল্লাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোঃ শিমুল বাকলাই প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। টাইগার স্পোর্টিং ক্লাব এর আয়োজনে এ খেলায় ১২টি দল অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলা ১৫ ওভারে হয়েছে।

খেলাটি সঞ্চালনা করেন টাইগার স্পোর্টিং ক্লাব এর আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম।

এই বিভাগের আরো খবর