মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে গোল চত্বরের দাবিতে আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টা হতে ১২ টা পর্যন্ত তিন ঘন্টা সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে বাজারে ব্যবসায়ীরা । এতে কুষ্টিয়া ও মেহেরপুর সড়কের বাস ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীদের দাবি গাংনী বাস স্ট্যান্ড এলাকায় যে জেলা পরিষদ মার্কেটের ভবন রয়েছে। জেলা পরিষদ মার্কেট ভেঙ্গে মূল নকশা অনুযায়ী গোল চত্বর দাবি জানিয়েছেন। আরো বলেন যে মূল নকশা অনুযায়ী জেলা পরিষদের ভবন ভেঙ্গে গোল চত্বর করা কথা থাকলেও মূল নকশা বাদ দিয়ে সড়ক ও জনপদ বিভাগ নতুন নকশার মাধ্যমে জেলা পরিষদ ভবন বাদ দিয়ে দায়সারা গোল চত্বর নির্মাণ কাজ করছে। ফলে গোলচত্ত্বর থেকে বাদ পড়ছে গাংনী এলাকাবাসী।
সড়কের যানবাহন না চলাচল করায় ফলে জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী গাংনী উপজেলার নির্বাহী অফিসার প্রিতম সাহা তাৎক্ষণিক বাস স্ট্যান্ডে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ী ও অবরোধকারীরা অবরোধ তুলে নিয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করে।