
মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলারডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৮জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৫ জন যাত্রী।
শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ৪ টি লাশ উদ্ধার করে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত ১২ পর্যন্ত আরো ৪ লাশ উদ্ধার করেছেন ।
তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তিদের পরিচয় সনাক্ত করা যায়নি । নিহতদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ছেলে, বাকি চারজন কিশোর ও তরুণ বয়সী। লৌহজং ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা কায়েস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।