জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে: বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির শোক ও স্মরণ সভায় বক্তারা 

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন এবং দর্শন ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ- ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা.মোঃ শাহজাহান। সবাই কি নোট স্পিকার হিসেবে সংযুক্ত ছিলেন সাবেক উপাচার্য ও জানিপপ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সাবের চৌধুরী, ডক্টর তানভীর ফিত্তীন আবির ও ইউএন ডিজএ্যবিলিটি রাইটস চ্যাম্পিয়ন অনারারি প্রফেসর আবদুস সাত্তার দুলাল ।

 

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, দিদারুল হক।

 

সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে সুবীর কুশারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবদ্দশায় রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় তিনটি প্রতিষ্ঠান নিজ হাতে তৈরি করে গেছেন। এগুলো হলো বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি এবং ইসলামিক ফাউন্ডেশন। এছাড়াও ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে এমন কোন অধ্যায় ছিল না যে বিষয়ে বঙ্গবন্ধু পদক্ষেপ নেননি।

ব্রিডিডিয়ার ডা.মোঃ শাহজাহান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষণ ও পরাধীনতা থেকে মুক্ত করে একটি স্বাধীন দেশের পতাকা এনে দিয়েছেন। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ ছড়িয়ে দিতে হবে।

প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও বলেন,জাতির পিতার আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে পারলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা।

ডক্টর সাবের বলেন,যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু এগিয়ে নিতে যেভাবে কাজ করছিলেন তা অনেকের সহ্য হয়নি।

 

ডক্টর তানভীর ফিত্তীন আবির বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

আবদুস সাত্তার দুলাল বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে এবং উন্নত বাংলাদেশ বিনির্মানে সততার সঙ্গে কাজ করতে হবে।

দিদারুল হক,উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার আহবান জানান।

 

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, ইয়াসমিন আরা, তৌফিক খান, এইচএম ইমন, জানিপপ’র ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি ও সাইফুল ইসলাম খান ।

সভায় বক্তারা জাতির পিতার হত্যার পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানা

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এবং ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।

 

সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, এন নিঝুম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button