মিয়ানমারের আরও ১১ বিজিপি সদস্য পালিয়ে এলো

সময়ের চিত্র ডেস্ক:

দুই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১১ সদস্য। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলা থেকে বাঁচতে এ নিয়ে গত কয়েক দিনে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম জানান, নতুন করে আরও ১১ জন আশ্রয় গ্রহণ করেছে। তার মধ্যে জীম্বংখালী হয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি হয়ে ৮ জন বিজিপি সদস্য আসেন। এখন পর্যন্ত মোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে বলেও জানান তিনি।

এদিকে আজ শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, কয়েক দিনে মিয়ানমার থেকে ২৮৫ বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে আগামী ২২ এপ্রিল নৌপথে ফেরত দেয়া হবে।

 

এই বিভাগের আরো খবর