Home লাইফ স্টাইল মাস্কের কারণেও হতে পারে ত্বকের ক্ষতি

মাস্কের কারণেও হতে পারে ত্বকের ক্ষতি

90
0
SHARE

সময়ের চিত্র ডেস্ক:

কিন্তু মাস্ক পরা বন্ধ করা এসময় সম্ভব নয়, তাই  ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে থাকতে হবে আরও বেশি সচেতন

ঘরে থেকে বের হলেই এখন মাস্ক পরা বাধ্যতামূলক। এ মহামারি থেকে নিজেকে ও নিজের পরিবারেকে রক্ষা করতে মাস্ক পতেই হবে। একমাত্র মাস্ক ই পারে একজন থেকে আর একজনের ভাইরাস অন্যজনের কাছে ছড়িয়ে পড়া রোধ করতে।

কিন্তু, একটানা মাস্ক ব্যবহার করলে, তা থেকে বিভিন্ন রকমের সমস্যা এতে পারে। র‌্যাশ, জ্বালাভাব ছাড়াও অনেকের মাস্ক ব্যবহারের কারণে ব্রন হওয়ার প্রবণতাও বেড়ে গেছে অনেক গুণ।

কিন্তু মাস্ক পরা বন্ধ করা সম্ভব নয়। তাই এ সময়ে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকতে হবে।

সেক্ষেত্রে, মুখ থেকে মাস্ক খোলার পর ভালোভাবে মুখ পরিষ্কার করতে হবে। এরপর কম তেল রয়েছে কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে ত্বকে।  এছাড়া  ত্বকে ব্যবহারের জন্য অবশ্যই কম তেলযুক্ত প্রসাধনী ব্যবহার করাই শ্রেয়।

এছাড়াও আরও একটি বিষয় মনে রাখা জরুরি যে, এক টানা চার ঘণ্টার বেশি মাস্ক পরে থাকা যাবে না। তাই কিছুক্ষণের জন্য হলেও ভিড় থেকে সরে ফাঁকা জায়গায় গিয়ে মাস্ক খুলে ভালোভাবে মুখ ধুয়ে নিন। কিছুক্ষণ মুখে আলো বাতাস লাগতে দিন।

image_print