শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মাটি খুঁড়তেই মিলল কলসভর্তি মুঘল আমলের রুপার মুদ্রা। বুধবার (৮ মে) সকালে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কাঁকনহাটির উত্তর পাড়া গ্রামে।
খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে মুদ্রাগুলো জব্দ করেছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি ঘটেছে কাঁকনহাটির উত্তর পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে অটোচালক সবুজ মিয়ার বাড়িতে। টিউবওয়েল স্থাপন করার জন্য কয়েকজন শ্রমিক উঠানের এক কোণে মাটি খুঁড়ছিলেন। এ সময় কোদালের কোপে হঠাৎ একটি মাটির কলস ভেঙে জোরে শব্দ হয়। পরে দেখা যায় ভেঙে যাওয়া কলসের ভেতর রয়েছে রুপার মুদ্রা।
ঘটনাটি জানাজানি হলে বিভিন্ন গ্রাম থেকে আসতে থাকে উৎসুক লোকজন। এক পর্যায়ে গর্তে নেমে অনেকেই বেশ কয়েকটি মুদ্রা নিয়ে দৌড় দেয়।
বাড়ির মালিক সবুজ মিয়া জানান, উদ্ধার হওয়া মুদ্রার গায়ে খোদাই করা রয়েছে আরবি ভাষা। প্রতিটি মুদ্রার ওজন প্রায় ১১ গ্রাম।
তিনি আরও জানান, সকাল থেকে বাড়ির উঠানে একটি টিউবওয়েল স্থাপন করার জন্য তিনজন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলেন। কোদাল দিয়ে মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির একটি কলসের ওপর কোপ পড়ে ভেঙে যায়। ওই সময় এক শ্রমিক কাজ বন্ধ করে ভাঙা কলস ওপরে তুলে এনে দেখতে পান সেটি ভর্তি সাদা কয়েন।পরে জানতে পারেন এগুলো রুপার।
সবুজ যে জায়গায় বসবাস করেন এই জায়টি খাস। কলসভর্তি মুদ্রা পাওয়ার ঘটনায় তিনি হতবিহ্বল হয়ে পড়েছেন। তিনিও চান এগুলো সরকারি কোষাগারে নেওয়া হোক।
ঈশ্বরগঞ্জ থানার উপরিদর্শক কামরুল ইসলাম রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকলের উপস্থিতিতে ৭৭টি মুদ্রা উদ্ধার করে থানায় নিয়ে যান।