এম এইচ শাহীন, গাজীপুর: নানা অনিয়ম অভিযোগ এনে গাজীপুরে ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্টের পদত্যাগ দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুর তিনটায় গাজীপুর মহানগরের কড্ডা বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্সো মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৫-৭ বছর ধরে বাসন ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন ড. শাহ মোহাম্মদ আরেফিন আকন্দ। তিনি এই স্বাস্থ্য কেন্দ্রের সরকারি ইট-রড রাতের আঁধারে চুরি করে বিক্রি করে দেন। হাসপাতাল প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা থাকলেও হাসপাতাল প্রাঙ্গণ তিনি ঝোপঝাড় আর জঙ্গলে পরিনত করেছেন। হাসপাতালে কোনো রোগী গেলে তিনি তাদেরকে সঠিক ওষুধ না দিয়ে শুধু নাপা দেন।