মলংচড়া ইউনিয়নে প্রকৃতকার্ডধারী জেলেরা চাউল না পেয়ে হতাশ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলার ১নং মলংচড়া ইউনিয়ন পরিষদে জেলেদের নামে বরাদ্ধকৃত চাউল পায়নি প্রকৃতকার্ডধারীরা। শুক্রবার চাউল না পেয়ে হতাশ হয়ে চরাঞ্চলে ফিরে যায় জেলেরা। এ ইউনিয়নটি মেঘনা নদীতে বিচ্ছিন্ন হওয়ায় বোরহানউদ্দিন হাকিমুদ্দিনে ওই পরিষদের কার্যক্রম চলে।
মলংচড়া ইউনিয়ন পরিষদের জেলে কার্ডধারী মো. সেলিম, মো. হুমায়ুন সহ অনেক জেলে জানান, শুক্রবার পরিষদে চাউল দিতেছে এ খবর শুনে আমরা চাউল নিতে আইছি। সকাল হতে চাউল পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে আছি। বিকেলে বলে আপনাদের নাম তালিকায় নাই। তাই চাউল দিতে পারবো না। তারা ইউনিয়ন পরিষদে তালা দিয়ে চলে গেছে। চরাঞ্চল সহ অনেক দূর থেকে আমরা এসেছি। এখন চাউল না পেয়ে হতাশ হয়ে বাড়ী চলে যাচ্ছি।
এব্যাপারে ১নং মলংচড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম জানান, আমরা ১৮শত জেলের বরাদ্ধ পেয়েছি। ভুলবশত অনেকের নাম এই তালিকায় আসে নি। আমরা বলছি আপনাদেরকেও চাউল দেয়া হবে। তারা হইচই করার কারনে দায়িত্বরত টেক অফিসার ও মৎস্য কর্মকর্তা চাউল দেয়া বন্ধ করে চলে যায়। আগামীকাল হতে আবার চাউল দেয়া হবে।
এব্যাপারে তজমুদ্দিন উপজেলার মৎস্য অফিসের দায়িত্বরত কর্মকর্তা মো.আলামিন এর কাছে এ বিষয় জানতে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এই বিভাগের আরো খবর