ময়মনসিংহে রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে জনতার ধাওয়া

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে ফিরে গেছেন রেলওয়ে ঊধর্বতন কর্মকর্তারা।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সামনে উচ্ছেদ অভিযান শুরু করলে এ ঘটনা ঘটে।

ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহানের নেতৃত্বে রেলওয়ে পুলিশসহ এস্কাভেটর দিয়ে মসজিদের প্রবেশ দ্বারে দোকান ভাঙ্গা শুরু করেন। তবে ওই স্থানটি এর আগের উচ্ছেদ অভিযানের সময় ভাঙ্গা ছিল। সেখানে কোনো দখলদারও ছিল না। এ সময় কয়েকজন মুসুল্লি মসজিদের ক্ষতি হবে বলে বাঁধা দেয়। এতে বিক্ষুদ্ধ হয়ে উঠেন স্থানীয় এলাকাবাসী। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

এমতাবস্থায় লোকজন এস্কেভেটরের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করেন। পরে ঢাকা থেকে আসা কর্মকর্তারা ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। পরে ভেকু চালককে মারধর করেন বিক্ষুব্ধরা। এ কারনে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায় এবং স্টেশন চত্ত্বর এলাকায় উত্তজনা চলতে থাকে। একপর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। রেলের কর্মকর্তারাও উচ্ছেদ অভিযান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত হাসান বলেন, মসজিদের পাশের একটি দেয়াল ভাঙার সময় মসজিদের ক্ষতি হবে বলে স্থানীয়রা বাধা দেয়। এতে দু-পক্ষের মাঝে বাকবিতন্ডা শুরু হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে এস্কাভেটর দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এমতাবস্থায় উচ্ছেদ অভিযান বন্ধ করে কর্মকর্তারা চলে যান। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের আরো খবর