ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে সিএনজি ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনা নিহত সাদিয়ার ৫ বছরের শিশু সন্তান ও দুই শিক্ষকসহ ৫ জন আহত হয়েছেন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাদিয়া আক্তার গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ী এলাকার তামিমের স্ত্রী বলে জানা গেছে।
সোমবার(২০ অক্টোবর) বেলা এগারোটার দিকে ময়মনসিংহ -গফরগাঁও সড়কের সুতিয়াখালী ফুলপুর এলাকায় ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.শফিক উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় অন্তঃসত্ত্বার সাদিয়া আক্তার গফরগাঁও থেকে সিএনজি অটোরিকশা যুগে সিজারিয়ান অপারেশন করার জন্য ময়মনসিংহ যাওয়ার পথে গফরগাঁও -ময়মনসিংহ সড়কের সুতিয়াখালী এলাকার ফুলপুর নামক স্হানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম্পার ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলে অন্তঃসত্ত্বার সাদিয়ার মৃত্যু হয় এবং নিহত সাদিয়ার ৫ বছরের শিশু সন্তান, আনন্দ মোহন কলেজের শিক্ষক আরিফ বিল্লাহ রাহাত, স্কুল শিক্ষক ফজলে রাব্বী ও সিএনজিচালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.শফিক উদ্দিন আরও বলেন নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্তা নেয়া হচ্ছে।