ময়মনসিংহে চেয়ারম্যান পদে ২ জন আ’লীগ, ১ জন বিএনপির নির্বাচিত
উপজেলা নির্বাচন
শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুইজন ও বিএনপির একজন বিজয়ী হয়েছেন।
বুধবার (৮ মে) রাত ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী আতাউল করিম রাসেলকে হারিয়ে বিজয়ী হন আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৩৯১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউল করিম রাসেল পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট।
আনারস প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ডেভিড রানা চিসিম। তিনি পেয়েছেন ২৮ হাজার ৬২৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান আকন্দ সাগর ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৩৪৮ ভোট।
হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হামিদ। তিনি ভোট পেয়েছেন ৩৪ হাজার ১৮৫ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দীন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৭ ভোট।