দেশ

মনপুরা শতভাগ টিকাদান কর্মসূচী অবহিতকরন সভা

 মনপুরা(ভোলা) সংবাদদাতা :
মনপুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স উদ্যোগে শতভাগ শিশুদের টিকাদান কর্মসূচীর আওতায় আনার জন্য অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে অফিস প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাহমুদুর রহমান সঞ্চালনায় অবহিতকরন সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ কবির সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ ছালাহউদ্দিন।

অবহিত করণ সভার মূল লক্ষ্য ছিল কোন শিশু যেন ইপিআই টিকা থেকে বাদ না পড়ে। ডিসেম্বর মাসের মধ্যে মনপুরা উপজেলাকে শতভাগ শিশুদের টিকা দেওয়া নিশ্চিত করা। সারাবাংলাদেশে ২৮টি উপজেলাকে শতভাগ টিকাদান কর্মসূচীর আওতায় অর্ন্তভুক্ত করেছেন স্বাস্থ্যবিভাগ। এর মধ্যে মনপুরা উপজেলা অর্ন্তভুক্ত আছে। স্বাস্থ্যসহকারীদের মাঠ পর্যায়ে আন্তরীকতার সহিত কাজ করার জন্য অতিথিবৃন্দ আহব্বান জানান।
অবহিতকরন সভায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তার , সাংবাদিক,স্বাস্থ্যসহকারী,চীপদ্যা চিলড্রেন মাঠকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button