দেশ

মনপুরা থানায় অগ্নি নির্বাপন মহড়া

শহিদুল ইসলাম, মনপুরা।।

মনপুরা থানায় অগ্নি নির্বাপন মহড়া(প্রশিক্ষন) অনুষ্ঠিত হয়। মনপুরা থানা পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস মনপুরা ষ্টেশনের সমন্বয়ে অগ্নি নির্বাপন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় থানা কমপাউন্ডে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। দুর্ঘটনা জনিত অগ্নিকান্ড নিরসন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ও অগ্নিনির্বাপনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই মহড়া অনুষ্ঠিত হয়। এই সময় থানা কমপাউন্ডে কৃত্রিম অগ্নিকান্ডের সৃষ্টি করা হয়।

 

মনপুরা থানার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) লুৎফুর রহমান সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং যেকোন জরুরী অবস্থায় করনীয় সম্পর্কে অভহিত করেন। এছাড়া ফায়ার ষ্টেশন অফিসার( ভারপ্রাপ্ত) মোঃ ফজলুর রহমার জানান,অগ্নিকান্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপন যন্ত্র ও কিভাবে আগুন নিভাতে হয় এবং বহুতল ভবনে আটকে পড়া লোকদের জীবন বাঁচানো যায় সেই বিষয়ে অবহিত করেন।

 

এই সময় পুলিশ পরিদর্শক(তদন্ত) শংকর তালুকদারসহ থানার সকল এ এস আই , এস .আই, পুলিশ ও ফায়ার ষ্টেশনের সকল স্টাপ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button