দেশ

ভোলায় র্স্মাট ভূমি সপ্তাহ শুরু

ভোলা প্রতিনিধি :

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বনার্ঢ্য আয়োজনের মধ্যে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।

সোমবার (২২ মে) সকালে ভোলা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে জেলা প্রশাসনের কার্যলয়ের সামনে থেকে বনার্ঢ্য একটি র‌্যালী বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক ই- লাহী চৌধুরী।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই- লাহী চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, ভোলা সদর উপজেলার এসিল্যান্ড মো: আলী সুজা, ভোলা প্রেস ক্লাবের সম্পাদক অভিতাভ রায় অপু। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তালহা তালুকদার বাধঁন।

স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয় সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য বলে বক্তরা জানান।

এসময় ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী- চৌধুরী বলেন,সকরকারের ডিজিটালাইজেশনের অন্যতম হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এর ফলে কোন নগদ লেন-দেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপন ছাড়া ও হয়রানি মুক্ত ভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে স্বচ্ছন্দে সেবা নিতে পারছেন।

আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহন করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়ের পাশাপাশি সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।

ভূমি সপ্তাহের এ সেবা জেলার ৭ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসেও চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

৪টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এখান থেকে ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদ, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহন করতে পারবেন।এছাড়াও, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button