
স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলা শহরের একটি মহল্লায় পৌরসভার চলাচলের রাস্তায় ভিন্নধর্মী ব্যারিকেড দিয়ে জনগনের চলাচলে বাঁধার সৃষ্টি করেছেন প্রভাবশালী এক ব্যাক্তি। পৌরসভার ৭ নং ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়াস্থ্য কালু হাজির বাড়ী সংলগ্ন বাইপাস সড়কটিতে এমন ঘটনা ঘটানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন,সেখানকার বাসিন্দা আলহাজ্ব মরহুম কালু মিয়ার ছেলে বাবুল মিয়া ওই রাস্তাটিতে যানবাহন ও জনগনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন। একটি কাঠের বেষ্টুনী বানিয়ে সেটিকে পৌরসভার নির্মিত রাস্তার উপর বসিয়ে রেখে এমন বাঁধা তৈরী করে এলাকাবাসীকে চরম অশান্তির মধ্যে রেখেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এলাকাবাসী বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানালে তারা এসে ওই ব্যারিকেড সরিয়ে ফেললেও পরবর্তীতে সেটিকে পূর্বের মতই তৈরী করে রাখেন বাবুল মিয়া। এ ব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলর মো:শাহ আলম’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তায় এমন ব্যারিকেড তৈরী করার ব্যাপারে তাকে কয়েকবার শতর্ক করা হয়েছিলো। তবুও যেহেতু তিনি কর্ণপাত করছেননা,সেহেতু পৌরসভা এবার তার বিরুদ্ধে এ্যাকশানে যাবে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন লিঙ্কন’র সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে জানান,বিষয়টির স্থায়ী সমাধানসহ অভিয়ুক্ত ব্যাক্তির বিরুদ্ধে পৌরসভার আইননুসারে ব্যাবস্থা নেয়া হবে। এ সম্পর্কে অভিযুক্ত বাবুল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। এদিকে বিষয়টি নিয়ে ভূক্তভোগী এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা অনতিবিলম্বে অনাঙ্খিত ওই ব্যারিকেড সরিয়ে ফেলতে পৌরসভাকে অনুরোধ জানিয়ছেন।