ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

ভোলা প্রতিনিধি :

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ভোলায় পুলিশ ‘মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। বুধবার ( ১লা মার্চ) সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে এ আয়োজন করা হয়। সকালে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন।
পরে নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানান,জেলা প্রশাসক, বিচার বিভাগ, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী গনপূর্ত বিভাগ, র‌্যাব, সিআইডি, ফায়ার সার্ভিস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা পুলিশের সকল ইউনিট সমূহ পুষ্পস্তবক অর্পণ করেন । এছাড়াও পরিবারবর্গ পুলিশ স্মৃতিস্তম্ভে¢ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের স্মরনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এক স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি বছর উল্লেখ্যযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। তিনি নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন এবং যে কোন প্রয়োজনে ভোলা জেলা পুলিশ তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান, ভোলার সহকারি সিনিয়র জজ সাব্বির মোহাম্মদ খালিদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, (প্রশাসন ও অর্থ)সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশর সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ পুলিশ পরিবারের মাঝে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর