Home দেশের খবর ভোলায় গালর্স গাইড এর বৃক্ষ রোপন ও হলদে পাখি কর্মসূচীর সম্মনয়...

ভোলায় গালর্স গাইড এর বৃক্ষ রোপন ও হলদে পাখি কর্মসূচীর সম্মনয় সভা

16
0
SHARE

ভোলা প্রতিনিধি ।।

বাংলাদেশ গালর্স গাইড এসোসিয়েশন ভোলা জেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপ কর্মসূচি ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কর্মসূচী পরিচালনার জন্য সম্মনয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে ভোলা সরকারি বালিকা উচ্চ এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীন। এসময় তিনি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি বনজ ও একটি ফলজ গাছের চারা রোপ করেন। পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গড়া হলদে পাখি কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে এম সালেহ উদ্দিন এর সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গালর্স গাইড এসোসিয়েশন ভোলা জেলা শাখার কমিশনার আফরোজা আক্তার। গালর্স গাইড এসোসিয়েশন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক শারমিন জাহান শ্যামলি সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক কমিশনার হোসনেয়ারা বেগম চিনু, সাবেক অধক্ষ্য খালেদা খানম প্রমুখ। সম্মনয় সভায় ভোলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এই দল গঠনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান,সুশৃঙ্খল,পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষকরা কাজ করবে।

image_print