দেশ

ভোলায় কিশোরীদের সচেতন করতে বিশ্ব মাসিক কালীন স্বাস্থ্যবিধি দিবস উদযাপন

ভোলা প্রতিনিধি ।।

ভোলায় কিশোরীদের মাসিক কালীন স্বাস্থ্য সেবার উপর সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব মাসিক কালীন স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করা হয়েছে। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের মাধ্যমে তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম এর সম্মনয়ে বৃহস্পতিবার দুপুরে ভোলার ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাদিস। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নাছরিন সুলতানা খানম। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু ক্যাম্পেইন এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এসময় সেশন পরিচালনা করেন তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম ভোলা জেলার সদস্য হাজেরা বেগম ইমা, আমান উল্ল্যাহ রাব্বি। এসময় তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্মএর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তাবাচ্ছুম আক্তার রিয়া,ফারজানা আক্তার ইলা, ¯েœহা আলম, এনায়েত প্রমুখ।

এসময় বক্তরা বলেন, মাসিক এখনো আমাদের সমাজে ট্যাবু হিসাবে দেখা হয়।বেশির ভাগ কিশোরী ও নারীরা জনসম্মুখে মাসিক কালীন স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করতে চায়না। ফলে মাসিক কালীন সময়ে কিশোরী মেয়েরা অসচেতনতার কারনে নানা রকম জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। তাই কিশোরীদের মাসিক কালীন স্বাস্থ্যসেবার করনীয় শিক্ষার কোন বিকল্পনেই।

কোন ধরনের প্রস্তুতি এবং প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ছাড়াই এদের একটি বিরাট অংশ কৈশোর কালেই বিয়ে,গর্ভধারণ এবং মায়ের ভূমিকা অবতীর্ণ হচ্ছে।

নারীর প্রতি সহিংসতা,যৌন রোগের উচ্চহার, সর্বোপরি ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে কিশোর- কিশোরী এবং যুবক-যুবতীদের সম্যক ধারনা না থাকায় এই বিশাল জনগোষ্ঠী আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় সম্মুখীন হচ্ছে।

তাই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবার উপর সচেতন করতে হবে। তাহলেই আগামী দিনে কিশোরী থেকে প্রাপ্তপ্তবয়স্ক সব নারীর মাসির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।এসময় স্কুলের প্রায় শতাধিক কিশোরী এই ক্যাম্পেইন অংশ নেয়।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button