ভোলা প্রতিনিধি :
ভোলায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ই মে) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন,জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ ,অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সাহা, কোস্ট গার্ডের স্টাফ অফিসার অপারেশন লে. হাসান মেহেদী সহ বিভিন্ন উপজেলার মৎস কর্মকর্তারা মহ অনন্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় সভায় বক্তরা বলেন দুমাসের জাটকা রক্ষার অভিযান সফল ভাবে সম্পন্ন করা হয়েছে। এসময় মেঘনা-তেতুঁলিয়া নদীতে নিষেধাজ্ঞা কালীন সকল অবৈধ জাল অপসারন করা হয়েছে। আশাকরা যায় ভবিষৎতে এই অভিযানের সুফল পাবে জেলেরা।
এসময় জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী বলেন,দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন,সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে সাগরে যে কোন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এসময় মৎস্য আহরণ বন্ধ রাখা মানে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি করা, রাষ্ট্রের জন্য কাজ করা।
এক্ষেত্রে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মৎস্যজীবী সমিতির সদস্যদের সরকারের নীতি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।
মৎস্যসম্পদ সংরক্ষণ করা গেলে মৎস্যজীবীদেরই লাভবান হবে। সরকার শুধু মৎস্যজীবী ও দেশের সাধারণ মানুষের স্বার্থকে নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। এজন্য অবৈধ মৎস্য আহরণ বন্ধে সকলকে নিবেদিতভাবে কাজ করতে আহবান জানান জেলা প্রশাসক।