ভোলার তজুমদ্দিনে পুলিশের হাতে ৩ জন জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার।। ভোলার তজুমদ্দিন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৩ জনকে আটক করেছেন। শনিবার (৮এপ্রিল) ভোরে উপজেলার চাদপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডস্থ বেড়াকান্দি সাকিনের বাচ্চু মাষ্টারের পুকুর পাড় হইতে জুয়া খেলার তাস, নগদ টাকাসহ তাদেরকে আটক করে পুলিশ।

 

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়-

তজুমদ্দিন থানার এসআই, মোঃ মামুন অর রশিদ পল্টন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক Angeles বিশেষ অভিযান করাকালীন ০৮/০৪/২৩ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় তজুমদ্দিন থানাধীন চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বেড়াকান্দি সাকিনের বাচ্চু মাষ্টারের পুকুর পাড়ে আসামী ০১। মোঃ মনিরুল ইসলাম শাহিন(৩৩), পিতা-মোঃ নুরুল ইসলাম, ২। মোঃ রবিউল ইসলাম রবি(৩৫), পিতা-মৃত আঃ মুনাফ, ৩। মোঃ নয়ন(২৫), পিতা মোঃ শাহজল, সর্ব গ্রাম-ডাইয়ারপাড়(মাহারকান্দি) ৩নং ওয়ার্ড, থানা-তজুমদ্দিন, জেলা- ভোলাদের জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করতঃ নগদ ১৬৬০/- টাকা ও জুয়া সরঞ্জাম তাস উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর