দেশ

ভোলায়  ৬শ জেলেদের মাঝে  বিনামূল্যে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ

ভোলা প্রতিনিধি : ভোলায় জেলেদের জীবনের নিরাপত্তার জন্য সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে ৬ শ জেলেদের মাঝে বিনামূল্যে লাইফ জ্যাকেট ও বয়া বিতরন করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কাচিয়া ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিবেক সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলেদের মাঝে এই সামগ্রী বিতরন করেন।

প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুকিঁপূর্ণ জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এই সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) এইচ এম আনসার।

এসময় আরো উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো অর্ডিনেটর নুরুন মোমেন সিদ্দিকী রায়হান, অনুষ্ঠানের সঞ্চলন করেন ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স এর জেলা কো-অরডিনেট হেলাল উদ্দিন।

এ সময় বক্তরা বলেন, ইলিশ ধরতে ভোলা সহ উপকূলের জেলেরা প্রতিনিয়ত নদীতে ও গভীর সমুদ্রে যেতে হয় জেলেদের। প্রাকৃতিক দুর্যোগও সময় মাছ ধরতে গিয়ে অনেক জেলে নিখোঁজ হয়ে যায়।

কিন্তু সেই ঝুঁকি মোকাবেলায় জেলেদের প্রস্তুতি থাকে না বললেই চলে। লাইফ জ্যাকেট,বয়া ছাড়াই জেলেরা যাচ্ছেন সমুদ্রে। এতে প্রতিবছরই ট্রলারডুবিতে শরীর সমাধি হয় জেলেদের। তাই জেলেদের সুরক্ষার কথা চিন্তা করে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও বয়া বিতরন করা হয়।এতে ওই জেলেরা নিরাপদে সাগর বা নদীতে মাছ শিকার করতে পারবেন।

উল্লেখ্য,লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের মাধ্যমে গত ৩ বছর ধরে ভোলা জেলায় ৯ টি ইউনিয়নে ২ হাজার নৌকায় ২৭ হাজার জেলের মাঝে এই সুরক্ষা সামগ্রী হিসাবে লাইফ জ্যাকেট ও বয়া বিতরন করেন। এর মাধ্যমে জেলেরা সাগরে ও নদীতে নিরাপদে মৎস আহরন করে জীবিকা নির্বাহ করতে পারবে বলে জানান। এর পাশাপাশি প্রকল্প এলাকায় জনগনকে জলবায়ুজনিত বিপদাপন্ন এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, স্থানীয় সরকার ও সুশীল সমাজ সংগঠন সমূহের জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ক পরিকল্পনা প্রণয়ন এবং অর্থায়নে সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে লজিক প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button