ভোলায় রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

 

ভোলা প্রতিনিধি:

ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট এর উদ্যাগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার (২২ জুন) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদ ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

ভোলা জেলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম এর সভাপতিত্বে এ-সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনিবার্হী সদস্য আলহাজ্ব ফেরদৌউস আহম্মেদ,ভোলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহাবুবুর রহমান মিলন,সাবেক যুব প্রধান আদিল হোসেন তপু, যুব প্রধান সাদ্দাম হোসেন সহ যুব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে ৭ দিনের জরুরী ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়। ফুড প্যাকেজ সামগ্রী হলো- চাউল, ডাল, চিনি, সুজি, লবণ, তৈল, উপকরণসমূহ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ফুড প্যাকেজ ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট এরর সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

এর আগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিন পার্সেল, তারপলিন, জেরিকেন ও স্লিপিং ম্যাট বিতরণ করা হয়।

ভোলা জেলা পরিষদ ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন,যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সব ধরনের সহযোগিতা করে থাকেন ভবিষ্যৎ ও এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে আশা ব্যাক্ত করেন।

ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো : আজিজুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলায়

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে বলে জানান।

এই বিভাগের আরো খবর