ভোলা প্রতিনিধি।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ভাইস চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন মোহাম্মদ ইউনুছ। তিনি
মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছে ৬৭০২৭ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ ইউনুছ ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক।
তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৩৭১৭৭। তিনি ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
আরো পড়ুন
এছাড়া চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে ৮০৯ ভোট পেয়েছেন মোহাম্মদ ইউসুফ ।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের শাহ আলী নেওয়াজ পলাশ ৫৩৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী মো: আজিজুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ২৬০৫৩ ভোট। আর অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী বই প্রতীকে মো.মিজানুর রহমান ভোট পেয়েছেন ১৮০১৮ ভোট,হুমায়ুন কবীর ১২৮২ ভোট।
। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা আক্তার চৌধুরী হাসঁ মার্কা নিয়ে ৩২৬৯২ ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ফারহা আক্তার নিশা বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ২৪৮০৫ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীরা জান্নাতুল ফেরদাউস পদ্মফুল ৭২২৭ভোট,ফরিদা ইয়াসমিন প্রজাপতি ২২০১২ ভোট,রাবেয়া বশরী ফুটবল ১৮২০৮,রেহানা ফেরদাউস কলস প্রতীকে ২৫৪৩ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যানপদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন ৬জন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৩৬১ জন। এরমধ্যে মোট ভোট দিয়েছে ১০৭৫৮৭ জন। মোট ভোটকেন্দ্র ১১৪টি।
চেয়ারম্যান পদে ভোট কাস্ট হয়েছে ২১. ৪৬%
ভাইস চেয়ারম্যান পদে ২৮.৪২‰ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮.২৮% ভোট কাস্ট করা হয়েছে।