ভোলায় বই বিতরণে এসে ক্লাস নিলেন ডিসি

ভোলা প্রতিনিধি: ভোলায় বছররে প্রথম দিনে শিক্ষার্থীদের বই বিতরন অনুষ্ঠানে এসে মাঠের মধ্যেই নবম শ্রেনীর ইংলিশ গ্রামার ক্লাস নিলেন ভোলা জেলা প্রশাসাক মো আজাদ জাহান।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে বই বিতরন এর এক পর্য়ায়ে ইংলিশ গ্রামর নিয়ে চেলেঞ্জ বরে নবম শ্রেণির শিক্ষার্থীরা এগিয়ে আসেন জেলা প্রশাসকের ইংরেজি গ্রামার উত্তর দিতে। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থী টেনশ,গ্রামার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেন। শিক্ষার্থী জেলা প্রশাসকে আন্তরিক উত্তর দেওয়ার চেষ্টা করেন।
এসময় শিক্ষার্থীদের বাল্য বিয়ে, মাদক,মোবাইল ফোন কম চালানো সহ নানা ধরনের উপদেশ প্রধান করেন। বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি। শিক্ষকদের আন্তরিভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবেন বলে নির্দেশ দেন জেলা প্রশাসক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বই পড়া এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ অংশ নিতে শিক্ষার্থীদের উপদেশ প্রধান করেন। জেলা প্রশাসকের গ্রামার নিয়ে প্রশ্ন করাতে মুগ্ধ হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে তিনি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক একেএম সালাউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান প্রমুখ।
জেলায় প্রাথমিক পর্যায়ের ২ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর মাঝে প্রথমদিন ৭লাখ এক হাজার ৬৩৪ পিস বই বিতরণ করা হয়। জেলার মোট এক হাজার ৪৭ টি প্রাথমিক ও ৩৭১ টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। জেলায় মোট বইয়ের চাহিদা ১১ লাখ ৯০ হাজার ২৬৭ টি বই। যারমধ্যে ৫৯ ভাগ বই বরাদ্দ এসেছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। তিনি বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌছে দেয়া হবে। বছরের প্রথমদিন নতুন বই হাতে পেয়ে অনেকটাই খুশি তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীরা। যারা বই পাননি তারাও ছিলেও উচ্ছ্বাসিত।

এরআগে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যাললয়ে বই বিতরণের উদ্ধোধন করে জেলা প্রশাসক। মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ২৫২ জন। এখানে বরাদ্দ এসেছে প্রায় ৩০ হাজার পিস বই।

এই বিভাগের আরো খবর