ভোলায় পরিবেশ রক্ষায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ভোলা প্রতিনিধি:
“সকল কাজে বারো মাস, বর্ষাকালে লাগাই গাছ” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ভোলা জেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
বুধবার ২১ আগস্ট সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দড়িরাম শংকর মনিরউদ্দিন দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন।
বৃক্ষ রোপন কর্মসূচিতে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্য ও দড়িরাম শংকর মনিরউদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সবাই মিলে মাদ্রাসা প্রাঙ্গনসহ বেশ কিছু বাড়ির আঙিনায় ফলজ এবং ঔষধি গাছের চারা রোপন করার পাশাপাশি ছাত্র/ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে বৃক্ষ রোপনে সচেতনতা তৈরি করে।
সংগঠনের সদস্যরা জানান, বন্যা সহ জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষের ভূমিকা অপরসীম। তাই তারা সকলকে এই সময় টাতে বৃক্ষ রোপনে উৎসাহ প্রদানে এই কর্মসূচি পালন করছেন।
এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্যরা আরো জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্ভুদ্ধ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।
এসময় উপস্থিল ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ জেলার প্রজেক্ট লিডার সাবিনা ইয়াসমিন দিনা, প্রজেক্ট কো-লিডার তানজিল তানু সহ সংগঠনের অন্যান্য ভলান্টিয়ারবৃন্দ। এর আগে
“ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর ভোলা জেলার স্বেচ্ছাসেবকরা ৫ আগস্ট সরকার পতনের পরে পুলিশ ট্রাফিক কার্যক্রম ভেঙে যাওয়ার পরে নিজ উদ্যাগে শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রনে ও শহর পরিস্কার পরিচ্ছন্ন করতে নিরলস ভাবে কাজ করেন।

এই বিভাগের আরো খবর