ভোলা প্রতিনিধি:
ভোলার নবাগত সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্যান্ট অ্যাসোসিয়েশন (সিএইচসিপি) ভোলা জেলা শাখার সদস্যরা।
বুধবার দুপুরে ভোলার সিভিল সার্জন কার্যলয়ের কক্ষে সিএইচসিপি কমিটির সদস্যরা জেলার ও উপজেলার বিভিন্ন সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এসময় নবাগত সিভিল সার্জন মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন,আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করি। ভোলা যেহেতু দ্বীপ জেলা। এই জেলার স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও জনগনের দড়ো গোরায় সেবা পৌছে দিতে আপনারা সবাই সচেষ্ট থাকবেন।
কেউ যেন আমার নাম ভাঙ্গিয়ে কিছু করতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। আপনাদের কাজের উপর এই জেলার স্বাস্থ্য সেবা অনেকটা নির্ভর করে। তাই সবাই আন্তরিক যার যার দায়িত্ব অনুযায়ী কাজ করবেন।
কাজ করতে হলে সমস্যা সৃষ্টি হয়, আমি সমস্যার সমাধানের বিশ্বাসী। আমরা সবাই একটি পরিবার আপনাদের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আমি সরকারি কাজ দায়িত্বশীলতার সাথে পালন করব।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্যান্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা কমিটির আহবায়ক কামাল উদ্দিন সিনিয়র যুগ্ম- আহবায়ক বশীর উদ্দিন, সদস্য সচিব মাহাবুব উদ্দিন।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্যান্ট অ্যাসোসিয়েশন এর ভোলা সদর উপজেলা কমিটির সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন,আরাফাত উর রহমান রাহাত,দৌলতখান উপজেলা কমিটির সাবেক সভাপতি মাইনুদ্দিন,বোরহানউদ্দিন উপজেলা কমিটির জসিম,তজুমদ্দিন উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম,জসিম উদ্দিন, লালমোহন উপজেলা কমিটির সাবেক সভাপতি আলাউদ্দীন , সাধারন সম্পাদক মিজানুর রহমান, চরফ্যাশন উপজেলা কমিটির সাবেক সভাপতি শাহা মনির,সাধারণ সম্পাদক মাখলুফ হোসেন, মনপুরা উপজেলা সভাপতি নাজিম উদ্দীন মনজু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান আহমেদ।
উল্লেখ্য ভোলার নবাগত সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম এর আগে ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।