ভোলায় গ্যাস ও শিল্প কারখানা দাবিতে মানববন্ধন

মোকাম্মেল হক মিলন।। ভোলার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে ভোলা ঘরে ঘরে গ্যাস চাই ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানা চাই, এই দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

২৬ আগষ্ট শনিবার সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, গ্যাস সংযোগ ঠিকাদার আবদুল জলিল নান্টু, পুস্তক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাহবুব মোর্শেদ বাবুল, এডভোকেট শাহাদাত হোসেন শাহীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলের একটা দাবি ভোলা ঘরে ঘরে গ্যাস চাই ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানা চাই এবং ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য ও ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হোক। এর আগে সুশীল সমাজের আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 

এই বিভাগের আরো খবর