ভোলা প্রতিনিধি ॥
ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল। আজ দুপুর ৩ টার দিকে ভোলা শহরের মুসলিম পাড়া তার নিজ অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত কিছু দিন ধরে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যার কোন ভিত্তি নেই। আমার সাথে কারো কোন অর্থনৈতিক লেনদেন হয় নাই। ওইসব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন। মূলত আমার ও ছাত্র লীগের সুনাম নষ্ট করতে একটি গ্রুপ দীর্ঘ দিন যাবত ষড়যন্ত্র করে যাচ্ছে। একটি অনলাইন সংবাদপত্রেও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। আমি তার প্রতিবাদ জানাই।
হাসিব মাহমুদ আরও বলেন, জেলা ছাত্রলীগের একজন সহ সভাপতি জাকারিয়া হোসেন অমি বিপথগামী ও মাদকাসক্ত হয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। এতে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর আগেও মাদকদ্রব্য সহ ডিবি পুলিশের হাতে আটক হলে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয়। অমির এসব অপকর্মের দায় জেলা ছাত্রলীগ নিবেনা বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম ইভান, সহ সভাপতি ইব্রাহিম উজ্জল, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো আশিকুর রহমান সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতশত নেতা-কর্মীসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।