ভালো নেই শেরপুরবাসী

সালমান সেলিম

ভালো নেই শেরপুরবাসী
হয়েছে বন্দিপানি
কাঁদছে মানুষ হায়রে আজ
কতদিন অবধি।
রাস্তা গেছে ভেঙে যোগাযোগ
হয়েছে বিছিন্ন
ঘর গেছে তলিয়ে নেই কিছু
আর অবশিষ্ট।
নিষ্পাপ শিশু করছে হাহাকার
পশুরাও তাই
এমন বিপদ দেখেনি শেরপুরের
লোক জানায়।

 

এই বিভাগের আরো খবর