
খেলাধুলা ডেস্ক: প্রথমবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারলেও দলটির খেলোয়ারদের মাঝে ছিল ছন্দময় পারফর্ম।
শেষ কয়েকটি ম্যাচে যেখানে ভারতের বিপক্ষে ১৫০ রান করতেই হিমশিত খেয়েছে, সেই হিসেবে ছোট দল হয়ে লড়াই করে হেরেছে ডাচরা।
ভারতের দেওয়া ৪১১ রানের টার্গেটে খেলতে নেমে ২৫০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তুলেছে ভারত। দলের হয়ে অপরাজিত ১২৮ রান করেছেন শ্রেয়াস আইয়ার। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন লোকেশ রাহুলও।
প্রথম ১০ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে তোলে ৯১ রান করে। হাফ সেঞ্চুরির পর পল ভ্যান মেকেরিনের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মেরেছিলেন গিল। তবে সীমানার কাছে দাঁড়িয়ে থাকা নিদামানুরু লাফিয়ে উঠে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিলে গিলকে ফিরতে হয়ে ৫১ রানের ইনিংস খেলে। গিল ফেরার পরও হাফ সেঞ্চুরি পেয়েছেন রোহিতও। এরপর আউট হন তিনিও।
শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ভারতকে টানতে থাকেন কোহলি। তিনি হাফ সেঞ্চুরি করেছেন ৫৩ বলে। যদিও তাকে ফিরতে হয়েছে ৫১ রানের ইনিংস খেলে। ৪৮ বলে হাফ সেঞ্চুরি পাওয়া আইয়ার তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছেন ৮৪ বলে। সেঞ্চুরির পর আরও দ্রুত রান তুলতে থাকেন আইয়ার। ডানহাতি এই ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দেয়া রাহুলও সেঞ্চুরির দেখা পেয়েছেন। ডি লিডকে ছক্কা মেরে ৬২ বলে সেঞ্চুরি তুলে নেন রাহুল। যদিও সেই ওভারেই আউট হয়েছেন তিনি।
রাহুলকে থামতে হয়েছে ৬৪ বলে ১০২ রানের ইনিংস খেলে। রাহুলের বিদায়ে ভাঙে আইয়ারের সঙ্গে তার ২০৮ রানের জুটি। এদিকে শেষ পর্যন্ত ৯৪ বলে ১২৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন আইয়ার। ভারত পায় ৪১০ রানের পুঁজি। নেদারল্যান্ডসের হয়ে দুটি উইকেট নিয়েছেন ডি লিড।
৪১১ রানের টার্গেটে খেলতে নেমে নেদারল্যান্ডস শুরুতেই উইকেট হারালেও টিকে থাকার প্রয়াস তাদের ধীরে ধীরে নিয়ে যায় ভালো স্কোরের দিকে। প্রায় প্রত্যেক ব্যাটারই চেষ্টা করেছেন রানের চাকা এগিয়ে নিতে। ৪৭.৫ ওভার পর্যন্ত ব্যাট করে ডাচরা। অবশেষে ২৫০ রানে সব উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। ফলে ১৬০ রানের বড় জয় পায় ভারত।