আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে লোকসভার ৫৪৩ আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা চলছে। আজ মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এ গণনা।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে কোন দল কত আসনে এগিয়ে রয়েছে, চলুন জেনে নেয়া যাক।
রেকর্ড ভোটে জিতলেন রাহুল গান্ধী
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট : ২৯৪
বিজেপি- ২৪১
তেলেগু দেশম পার্টি (টিডিপি)- ১৬
জনতা দল (ইউনাইটেড)- ১৪
লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)- ৫
জনতা দল- ২।
বিরোধী ইনডিয়া জোট : ২৩২
কংগ্রেস- ৯৯
সমাজবাদী পার্টি- ৩৫
তৃণমূল কংগ্রেস- ২৯
দ্রাবিড় মুনেত্রা কাজগাম (ডিএমকে)- ২১
শিবসেনা (উদ্ধব ঠাকরে)- ১০
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার)- ৭
যুবজন শ্রমিক রাইঠু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি)- ৪
ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) – (সিপিআইএম)- ৪
ভারতের ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের ২৭২ আসনে জয় দরকার।
সূত্র: বিবিসি।