দেশ

ভাঙ্গা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

সাফায়েত আল মামুন, আমতলী : আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের যুগিয়া খালের সেতুটির ঢালাই ধসে পড়ায় ঝঁুকি নিয়ে ১০ গ্রামের মানুষ চলাচল করছে। যে কোন সময় সেতুটি ধসে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সদরের সাথে সম্পূর্ন যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
আমতলী উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে ২২ লক্ষ টাকা ব্যায়ে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের যুগিয়া খালেল উপর ৪০ মিটার দ্যৈর্ঘের এই সেতুটি নির্মান করা হয়। নির্মানের পর সেতুটি আর কোন সংস্কার না করায় ধীরে ধীরে এর রেলিং এবং পাটাতনের ঢালাই ধসে পড়তে শুরু করে। সেতুর রেলিং না থাকায় ৪-৫টি আটো রিকসা ইতোমধ্যে সেতু থেকে ছিটকে খালে পড়ে  ৮-১০ জন যাত্রীসহ চালক আহত হয়েছে। সেতুর পাটাতনের ঢালাই ধসে পড়ে কয়েক জায়গার লোহার রড বেড়িয়ে পড়েছে। ধসে যাওয়া অংসে স্থানীয়রা নিজেদের টাকায় কয়েকবার ঢালাই দিলেও তা আবার ধসে পড়ে। বর্তমানে সেতুর দুই মাথা এবং মাঝ অংশের পাটাতনের ঢালাই ধসে পড়ায় ভারী যানবাহনসহ রিকসা অটোসহ ভাড়ায় চালিত মটর সাইকেল উঠতে ভয় পায়। অন্যদিকে পিলারেরও একই অবস্থা। অনেক পিলারের ঢলাই ধসে লোহার রড বেড়িয়ে পড়ায় সেতুর উপর লোকজন কিংবা যান বাহন উঠলে কাপতে থাকে। যে কারনে এখন এই সেতুর উপর কোন যানবাহন উঠতে চায় না। সেতুটি এতটাই গুরুত্বপূর্ন যে আমতলী থেকে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের অফিসে যেতে হলে এই সেতু পার হয়ে যেতে হয়। এই সেতু পার হয়ে পাতাকাটা, উত্তর পাতাকাটা, তারিকাটা, মধ্যতারিকাটা, উত্তর তারিকাটা ও আরপাঙ্গাশিয়া বাজারের লোকজন ইউনিয়ন পরিষদে যাতায়ত করে। আবার এই সেতুর পশ্চিম দিকে বালিয়াতলী, ঘোপখালী, সোমবাড়িয়া বাজার ও যুগিয়া গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যুগিয়া খালের সেতু পার হয়ে আমতলী উপজেলা সদরসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়ত করে। এই গুরুত্ব পূর্ন সেতুটি এইতটাই নরবরে অবস্থায় রয়েছে যে কোন সময় ধসে ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে পরিষদে আসা যাওয়াসহ সকল ধরনের চলাচল বন্ধ হওয়ার আশঙ্ক করছেন গ্রামবাসী।
ঘোপখালী গ্রামের ভাড়ায় মটর সাইকেল চালক মো. ইউসুফ জানান, যাত্রী নিয়ে সেতুর উপর উঠলে সেতটিু কাপতে থাকে। ভয়ে ভয়ে আমরা মটর সাইকেল চালাই।
তারিকাটা গ্রামের অটো চালক রায়হান জানান, সেতুতে রেলিং না থাকায় এ পর্যন্ত ৮-১০টি অটো পানিতে পরে যাতীসহ অনেক চালক আহত হয়েছে।
যুগিয়া গ্রামের ষাটোর্ধ রহিম বয়াতী বলেন বাবা এই সেতুটি পার অইতে ভয় লাগে। উপরে ওডলে খালি কাপতে থাহে। কোন সময় যানি পানিতে পইর‍্যা ডুইব্যা যাই।
আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, যুগিয়া খালের সেতুটি প্রায় ২৩ বছর আগে নির্মান করা হয়েছে। এই সেতুর পশ্চিপাড়ে ইউনিয়ন পরিষদসহ রয়েছে ৪টি গ্রাম। পূর্ব পাড়ে রয়েছে ৬টি গ্রাম। মাঝখানে যুগিয়া খালের উপর এই সেতুর অবস্থান। সেতুটি নির্মানের পর কোন ধরনের সংস্কার না করায় এটি এখন নরবড়ে হয়ে পড়েছে। পাটাতনের ঢালাই অনেক জায়গা দিয়ে ধসে পড়েছে। পিলার নরবড়ে হয়ে যাওয়ায় এখন যে কোন সময় ধসে পড়ে ইউনিয়ন পরিষদের সাথে এবং আমতলী উপজেলা শহরের সাথে সড়ক যোগাযোগ   বন্ধ হয়ে যেতে পারে। তাই সেতুটি দ্রুত নির্মানের দাবী জানাই।
আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, সেতুটি নতুন ভাবে নির্মানের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে দ্রুত কাজ শুরু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button