Home দেশের খবর ভাইয়ের বিয়ের দিনে ২ বোনের বিবাহ বার্ষিকী পালন

ভাইয়ের বিয়ের দিনে ২ বোনের বিবাহ বার্ষিকী পালন

1469
0
SHARE

 

শাহ্‌ ফরহাদ হোসেন।।

 

পাবনার চাটমোহরে একই দিনে ২ বোনের বিবাহ বার্ষিকী ও ছোট ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের দরাপপুর গ্রামের মোঃ আবু সাইদের বাড়িতে ব্যতিক্রমী এ অনুষ্ঠান আয়োজন করা হয়। খবর পেয়ে বিবাহ বার্ষিকী পালন ও বিয়ে দেখতে বিভিন্ন এলাকার কৌতূহলী মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম বলেন এই দিনটি স্মরণীয় করে রাখতে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের দরাপপুর গ্রামের মোঃ আবু সাইদের দুই মেয়ে লাভলী ও ইসরাত জাহানের বিবাহ বার্ষিকী এবং ছেলে মেহেদী হাসানের শুভ বিবাহ অনুষ্ঠিত হয়। কেক কাটাসহ বাবা-মা তাদের মাঝে ক্রেস্ট

প্রদান করেন।

 

একই মঞ্চে অনুষ্ঠিত হওয়া এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের খবর শুনে বিভিন্ন এলাকার মানুষ সেখানে ভীড় জমায়।

 

এ অনুষ্ঠানের কথা স্বীকার করে স্থানীয় ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম বলেন, আসলে আমি ঘটনাটি প্রথমে জানতাম না। পরে আপনাদের কাছে যেনে খোঁজ নিয়ে জানতে পারি এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের কথা।

 

আসলে এমন অনুষ্ঠানের কথা সচরাচর শোনা যায় না। এটি অবশ্যই ব্যতিক্রম ঘটনা।

image_print