
ক্রীড়া প্রতিবেদক: প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রতিরোধই গড়তে পারল না বাংলাদেশ। ব্যাট-বল দুই বিভাগেই নাজেহাল হয়ে ১৩২ রানে ম্যাচ হেরেছে তামিম ইকবালের দল। টানা দুই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিল ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে আগামী ৬ মার্চ। হোয়াইটওয়াশ এড়াতে হলে ওই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।
আজ শুক্রবার আগে ব্যাটিং করে ৩২৬ রানের বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন জেসন রয়। পরে বল হাতে জ্বলে উঠেন দুই ইংলিশ স্যাম কারান ও আদিল রশিদ। এই দুজনের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ১৯৪ রানেই গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড।