Home প্রধান খবর বড়দিনের আগাম কেনাকাটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে যুক্তরাজ্যের খুচরা বিক্রি

বড়দিনের আগাম কেনাকাটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে যুক্তরাজ্যের খুচরা বিক্রি

16
0
SHARE

সময়ের চিএ ডেস্ক।।

কভিড১৯ মহামারীর বিপর্যয় কাটিয়ে যুক্তরাজ্যের খুচরা বিক্রি বেড়েছে। অক্টোবরে ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো দেশটির খুচরা বিক্রি ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। গত মাসেই ব্রিটিশ ভোক্তারা বড়দিনের আগাম কেনাকাটা শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময়ে তারা খেলনা জামাকাপড়ে বেশি ব্যয় করেছেন।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) মতে, অক্টোবরে মোট কেনাকাটার পরিমাণ দশমিক শতাংশ বেড়েছে। যদিও অর্থনীতিবিদরা দশমিক শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

বড়দিনের আগাম কেনাকাটা শুরুর ফলে পোশাকের দোকানের বিক্রি প্রাককভিড স্তরের তুলনায় মাত্র দশমিক শতাংশ বেড়েছে। পাশাপাশি পুরনো পণ্য, খেলনা ক্রীড়া সরঞ্জামের বিক্রিও বেড়েছে। বিশ্বজুড়ে সরবরাহ চেইনে চলমান প্রতিবন্ধকতার মধ্যেও এমন ঊর্ধ্বমুখী প্রবণতা খুচরা ব্যবসায়ীদের আশা দেখাচ্ছে। কভিডজনিত বিধিনিষেধের কারণে পাঁচ মাস ধরে মন্দায় ছিল যুক্তরাজ্যের রিটেইল ব্যবসা। এটি ১৯৯৬ সালের পর দীর্ঘতম মন্দা।

গত মাসে খাদ্য বিক্রি দশমিক শতাংশ কমেছে। যদিও এটি মহামারীপূর্ব স্তরের তুলনায় দশমিক শতাংশ উপরে রয়েছে।

কভিডজনিত বিধিনিষেধ শিথিলের পর ব্রিটিশ ভোক্তারা সরাসরি দোকানে গিয়ে পণ্য কিনছেন। এজন্য মোট খুচরা বিক্রির মধ্যে অনলাইনে বিক্রির হার ২৭ দশমিক শতাংশে নেমে এসেছে। মহামারী শুরুর পর এটিই সর্বনিম্ন স্তর। তবে এটি কভিডপূর্ব সময়ের তুলনায় এখনো উল্লেখযোগ্য বেশি রয়ে গেছে, যা মহামারীর পর ইন্টারনেটভিত্তিক কেনাকাটায় অনেক বেশি ভোক্তার স্থানান্তরের বিষয়টি নির্দেশ করে।

এদিকে ব্রিটিশ পরিবারগুলো ক্রমবর্ধমানভাবে মূল্যস্ফীতিজনিত চাপের মুখোমুখি হচ্ছেন। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি পণ্য সেবার দামকে বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বেড়েছে জ্বালানির দাম। ফলে অর্থনীতিবিদদের আশঙ্কা, মূল্যস্ফীতি আগামী মাসগুলোয় ভোক্তাদের ব্যয় কমিয়ে দিতে পারে।

image_print