
মোসলেহ উদ্দিন রায়হান শরীফ, বোরহানউদ্দিন:
ভোলা বোরহানউদ্দিন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেন। ১৮ জুন, রবিবার সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন অফিসে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এ ঋণের চেক উদ্যোক্তাদের হাতে তুলে দেন। এসময় যুব উন্নয়ন অফিসের কামরুল ইসলাম সহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা মোঃ আমজাদ ও সায়মুন কে দুই লক্ষ টাকা ও মোঃ সবুজ কে দের লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এর পূর্বে আমজাদ ও সায়মুন কে ৬০ হাজার এবং পরে ৮০ হাজার টাকা করে ঋণ দেন। তারা ওই টাকা যথা সময়ে পরিশোধ করেন।
উদ্যোক্তা মোঃ আমজাদ জানান, তার তিন একর (তিন শত) জমির উপর মাছের ঘের আছে এবং গরুর খামার আছে। এই দুই লক্ষ টাকা তিনি এ সকল খামারে ব্যয় করবেন। তার দুঃসময়ে এই টাকা খুবই উপকারে আসবে।