
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মিলন (৮৫) বার্ধ্যকজনিত কারণে রবিবার রাত সাড়ে ১২টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি…….রাজিউন)। মরহুমের জানাযার নামাজ সোমবার বেলা ১১টায় আবু কেরানি বাড়ীর দরজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থান দাপন করা হয়। জানাযার নামাজ এর পূর্বে এ বীর মুক্তিযোদ্ধা কে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান, বোরহানউদ্দিন থানা ইনচার্জ ওসি মোঃ মনির হোসেন মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্যাহ মিয়া প্রমূখ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।