দেশ

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আটক 

 

রায়হান শরীফ; বোরহানউদ্দিন:

ভোলা -২ আস‌নের সংসদ সদস‌্য আলী আজম মুকুল এমপি কে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠা বোরহানউ‌দ্দিন উপ‌জেলার প‌ক্ষিয়া ইউ‌পি চেয়ারম‌্যান আলাউ‌দ্দিন সর্দার কে আটক ক‌রে‌ছে বোরহানউদ্দিন থানা পু‌লিশ। ৬জুন, শুক্রবার রাতে ঢাকার কদমতলী এলাকা হতে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে থানার এস.আই মহিউদ্দিন জুয়েল, মোঃ মনির হোসেন, মোঃ ওহিদুজ্জামান সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ৬ জুলাই বৃহস্প‌তিবার দিবাগত রা‌তে ঢাকার কদমতলী থানা এলাকা থে‌কে তা‌কে আটক ক‌রেন।

সূত্রমতে জানাযায়, গত মাসের ৩ জুন, ভোলা-২ আস‌নের সাংসদ আলী আজম মুকুল‌কে সোশ্যাল মিডিয়ার ভিডিও কলে এক ব্যক্তির সাথে কথা বলার সময় হত‌্যার হুম‌কি দেয়ার অভিযোগ উঠে প‌ক্ষিয়া ইউ‌পি চেয়ারম‌্যান আলাউ‌দ্দিন সরদার এর বিরুদ্ধে। এ ভিডিওটি সামাজিক যোগা‌যো‌গের মাধ‌্যমে ছড়িয়ে পড়লে বোরহানউ‌দ্দিন ও দৌলতখাঁন উপ‌জেলার আ`লী‌গের এর অঙ্গ সংগঠ‌নের নেতা-কর্মীরা আলাউদ্দিন সর্দার এর গ্রেফতারের দাবীতে ফুঁসে উঠে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন সহ সাংবাদিক সম্মেলন করেন।

ওই ঘটনায় ৫ জুন রাতে ছাত্রলীগের বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি হাসান মুন্না বাদী হ‌য়ে আলাউ‌দ্দিন সরদা‌রের বিরু‌দ্ধে বোরহানউ‌দ্দিন থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

পরে ওই মাসেই ১৮ জুন দৌলতখান প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ তাহের আলী আজম মুকুলের রাজনৈতিক কর্মী পরিচয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।

পরে ২২ জুন সরকারি কর্মচারীর কাজে বাধাঁ দেওয়ার অভিযোগে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্বপন নামে এক ব্যক্তি আরও একটি মামলা দায়ের করেন।

৭ জুলাই শুক্রবার রফিক নামে এক ব্যক্তি বাদী হয়ে আলাউ‌দ্দিন সর্দারকে প্রধান আসামী করে তার নামে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন।

এব্যাপারে বোরহানউ‌দ্দিন থানার ও‌সি মোঃ ম‌নির হো‌সেন মিয়া জানান, পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউ‌দ্দিন সরদা‌রকে চাঁদাবা‌জি সহ ২ টি মামলায় ঢাকা ডি এম পির কদমতলী থানা এলাকা থে‌কে আটক করে থানায় আনা হয়েছে। তাকে ভোলা জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button