বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন রোডে শর্ট সার্কিট থেকে আগুন লেগে
১০টি ব্যবসায়ীক দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
সূত্র মতে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় তজুমদ্দিন রোডে আহাদের লেপ ঘরে শর্ট সার্কিট হতে আগুন লাগে।
খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস, লালমোহন ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের লেলিহানে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত দোকান ভাই ভাই জুয়েলার্স, ঢাকা লেপ ঘর, বিক্রমপুর এন্টারপ্রাইজ, আযাদ লেপ ঘর, কাশেম মৌলভী ট্রেডার্স, মা জুয়েলার্স, তালুকদার অ্যালুমিনিয়াম, টিনের আড়ৎ, মেসার্স মির্জাকালু হার্ডওয়ার এন্ড থাই এ্যালুমিনিয়াম। ফায়ার সার্ভিসের তথ্যমতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক ধারণা করা হয়েছে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।