
মো. রায়হান শরীফ, বোরহানউদ্দিন :
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন, শুক্রবার বিকালে উপজেলা সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা আওয়ামীলীগ অফিসে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আব্দুল্লাহ প্রমূখ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।